top of page

নারী

  • লুৎফুন্নেছা আকতার রিমা
  • Dec 17, 2017
  • 1 min read

কলম নাও হাতে তুলে চল তুমি নারী দেখবে তুমি জীবনতরী দিয়ে যাবে পাড়ি। যতই বাধা আসুকনা কেন যাবে সবই সয়ে দেখবে তুমি আসবে ফিরে ফুলের মতন হয়ে। হে সাহসী নারী! আধাঁরে তুমি যেওনা পড়ে হয়ত আলো জ্বলতে পারে আধাঁর অন্তরালে, নারী তুমি ঘরের কোণে থেকনা আর বসে হয়ত দেশের স্বপ্ন আছে লুকিয়ে তোমার মাঝে, শ্রমের ঘামেই সফলতা নেইকো দ্বিধা লেশ জ্ঞানের আলোয় আলোকিত করবে পুরো দেশ। চল তুমি নারী, বীরের মতন করে ভূলে গিয়ে ভয় তোমরা এখন মুক্ত স্বাধীন তোমাদের নেই ক্ষয়। করবেনা নারী অলসতা দুঃখ আনবেন ডেকে কারো দয়ায় পাত্রী হবেনা এই স্বাধীন বাংলাদেশে।

লুৎফুন্নেছা আকতার রিমা শ্রেণি- নবম ছাত্রী- মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়

 
 
 

Comments


  • Facebook

01814725689

Ukhiya Upazila, Bangladesh

©2017 by Maricha Palong High School. Proudly created with Wix.com

bottom of page