top of page

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ইতি কথা।

  • আবদুল হামিদ
  • Oct 1, 2017
  • 1 min read

Main Building of Maricha Palong High School

চট্টগ্রাম বিভাগের আওতায় বিশ্বের দৈর্ঘতম সমুদ্র সৈকত আন্তর্জাতিক সু-প্রসিদ্ধ টুরিজম স্পট কক্সবাজার জেলার মডেল উখিয়া উপজেলার আধুনিক হলদিয়া পালং ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যের মরিচ্যা পালং ওয়ার্ডে অবস্থিত অবহেলীত তরুণ প্রজন্মের আলুর দিশারী স্বরূপ বিদ্যালপিট মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়।

(মরিচ্যা পালং উচ্চ বিদ্যলয়ের প্রধান ভবন, অফিস কার্যালয় ও প্রধান শিক্ষকের কার্যালয়ের ফটল দৃশ্য।)

১৯৬৮ সালের ১লা জানুয়ারী স্কুলটি জুনিয়ার স্কেলে প্রতিষ্ঠিত হয়ের ১৯৭২ সালে উচ্চ বিদ্যালয়ের স্বিকৃতি পেয়ে অদ্যবধি পর্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে।

বর্তমানের অত্র বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বেরত আছেন রাহমানিয়া মদিনাতুল উলুম, চেকপুষ্ট, রাবেতা, রামু -এর সাবেক সমাজ বিজ্ঞান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম (নজরুল স্যার)।

ম্যনেজিং কমিটির সভাপতির দায়িত্বে আছেন বার বার নির্বাচিত অভিভাবক প্রতিনিধি এবং কয়েকবার সফলতার সাথে যিনি অতীতেও সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ ইসলাম (মেম্বার)। সাবেক ইউপি মেম্বার, ০১নং- ওয়ার্ড (মরিচ্যা পালং), ৩নং- হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ, উখিয়া , কক্সবাজার।

বিদ্যালয়ের কম্পিউটার অপারেটিং দায়িত্বে নিয়যিত আছে, নিরলস কর্ম সম্পাদনকারী জনাব মৌলভী আবদুল হামিদ কম্পিউটার শিক্ষক, অত্র বিদ্যালয়।

 
 
 

Comments


  • Facebook

01814725689

Ukhiya Upazila, Bangladesh

©2017 by Maricha Palong High School. Proudly created with Wix.com

bottom of page